টুপটাপ দিনভর ঝুপঝাপ ঝরঝর ঝরে,
কোন বাঁধা শুনা নেই ;
ক্ষেপে উঠে ক্ষণিকেই ;
নভো ভেঙ্গে হনহন খালবিল পনপন ভরে।
সঘন কালো মেঘ অতিশয় গতিবেগ
ডমরু নাদে,
ঘরে মন নাহি রয়
বিদ্যুতে জাগে ভয়
বিচিত্র সঙ্ঘার যেনো সে বারবার
বাগেশ্রী সাধে।
মূহুর্মুহু হরহর ডালপালা কড়কড়
ঝড় আসে ধেয়ে
আজ কেনো তাড়া ভাই
ভাত আছে ভাড়া তাই
কাঁচা ঝাল হাল চাল আহা উহা যেতে পার খেয়ে।
চড়চড় শব্দ চারদিক স্তব্দ বাজ পড়ে অদূরে
কোথা যাও তুমি ভাই
ভয় কিগো বুকে নাই
কাকভেজা কাকাতূয়া কোথা চাও সুদূরে ।
ভেজা গায় খালি পায় চঞ্চল কোথা যায় বঁধুরে
বৃষ্টি বৃষ্টি ঝর ঝর বৃষ্টি
কনকনে কণাজলে হোক অনাসৃষ্টি
জল জল কতজল করে সে ছলছল
আহা কি যে মধূরে।