নষ্ট আজ মানুষের নীতি নৈতিকতা।

জীবন নিয়ে মিথ্যে বলা যেন চেঞ্জস্মুকিং,
বিচার বিবেচনা নেই যখন যা খুশি বললাম।

নিজের জন্মনেয়াকে ব্যর্থ বলে মনে হয়,
আমার জন্মই নেয়াটাই কি তবে আজন্ম পাপ?
(কবি আপনাকে ধন্যবাদ )

যখন প্রশ্নগুলো সমূখে দাড়ায়,
তখন আমি হয়ে যাই বোবা কুঁহক
প্রশ্ন কর্তার হাসির পাত্র।

এই কি ছিলো স্বাধীনতার লক্ষ্য,
কেউ হাসবে,
কেউ কাঁদবে,
শোষণ বঞ্চনায় বেঁচে রবে কেউ,
দেশটা হবে দলীয়করনে অপঘাতগ্রস্থ।

মৃত্যুটা হবে রাজনৈতিক পদতলে পিষ্ট,
কারও বিচার হবেনা স্বাভাবিক,
বিচার আদায় করে নিতে হবে
ব্যক্তিগত কিংবা অব্যক্তিগত।

কেউ কাউকে সন্মান করে না,
অসন্মান করে অসন্মানিত হওয়াই যেন প্রেস্টিজ।

মিথ্যা বলা এখন যেন আরও বড় প্রেস্টিজ,
মৃত্য-মৃত্যুদণ্ড-মৃতকে চাই না।

আমার ওসব লাগবে না
আমি স্বাভাবিক বেঁচে থেকে মরতে চাই।