-----------------------------------------
রাজনীতিবিদ বই লিখছে,
লিখলেই দারুন হিট,
কবিও এবার বই লিখবেন
নিড লেখার কিট।
যদিও তিনি ওদের মতো
সবখানে নন ফিট,
তবুও তার আশা বড়
বইটা হবে হিট।
বই লিখবেন বলেই তার
বাড়ছে যে হার্টবিট,
লিখতে গিয়ে একটু লেখাও
হচ্ছে না তার সীট।
লিখবেন বলে প্রকাশনায়
করলেন তিনি মিট,
তিনিও বললেন,'লিখেই ফেলুন'
হবে বেজায় হিট।
সাহস নিয়ে লিখতে বসলেন
কোমরে দিয়ে গিট,
বইটা কবির লিখতেই হবে
হতেই হবে হিট।
লিখতে বসে দেখলেন বই
কেমনে হবে হিট?
কবি তো আর ওদের মতন
ননগো পাকা চিট।