কিভাবে কবিতা লিখবো?
যদি তুমি কেড়ে নাও কলম।
কিভাবে কবিতা লিখবো?
যদি তুমি কেড়ে নাও কাগজ।

কিভাবে কবিতা লিখবো?
যদি তুমি টুটি চেপে ধরো।
কিভাবে কবিতা লিখবো?
যদি তুমি সন্ত্রাসী লেলিয়ে দিয়ে
ছিন্ন করে নিতে চাও আমার মস্তক।  

আমার কবিতার কথায় যদি তোমার
আঁতে ঘা লাগে,
তাহলে তুমি সোজা হয়ে কেন চলনা?

কবিতো কাক; কা কা করে কেটে যায়
তার সকাল-দূপুর-বিকাল,
তার জন্য তোমার কেন এত বিশাল আয়োজন?

তাহলে কি তুমি পরাজিত ?
তোমার অন্যায়ের ভয়ে ভীত শঙ্কিত ?
কোন সমস্যা নেই আমাকে নির্বাসনে পাঠিয়ে দাও।

আমার কবিতা তুমি পড়ো না,
যা আমি নির্বাসনে বসে লিখবো
তা হবে এর চাইতে ভয়ঙ্কর্।

আমার কবিতা নিয়ে যতই তুমি মাথা ঘামাবে,
ততই কর্পুরের মতো উড়ে যাবে তোমার চুল।

বাঁধা দিয়ো না আমায় আমি বড় বেরসিক।