১.
যে পথে যেতে চাইনি কোনদিন,
শিখিয়েছ তুমি সে পথে যেতে;
যে খেলা খেলার ইচ্ছে ছিলো না,
আজ আমি আছি সে খেলাতেই মেতে।
২.
জানিনা এ পথের শেষ কোথায় কোন পারাবারে,
পথ আমায় নিয়ে যাবে কোথা কোন অভিসারে।
তোমার চোখে গোধূলী রহস্য বেধেঁছে দানা,
সেখানে কোথায় মুক্ত আকাশ?কি করে মেলব ডানা?
আমি পথের যাত্রী কেবল মুসাফির পথভোলা,
হৃদয় আমার দেবো বলে দুয়ার রেখেছি খোলা।
সেখানে কোন আলো নেই ; তবুও নগ্ন দূপুর,
আমাকে কষ্ট দিতে তুমি এসোনা ছিঁড়ে যাবে নূপুর্।