নষ্ট হওয়া অবধি
তোমার প্রতি ছিলো আমার
গভীর আত্মবিশ্বাস,
সে বিস্বাস তুমি রাখোনি।
সরীসৃপ সময়ের ডানায় চড়ে
ঘুরে বেড়িয়েছো পুরোটা সময়,
একবারও আমায় হাতছানিতে ডাকোনি।
কত ফুল তুলে এনেছি খোঁপায় পড়াবো বলে,
বর্ষার কদম এনেছি-
এনেছি ধূসর পদ্ম রাশি রাশি
অথচ তাদের পরাগ তুমি চোখে মাঁখোনি
কেবল পালিয়ে বেড়িয়েছো ভালোবাসা থেকে,
লুকিয়ে রেখেছো নিজেকে,
করেছো খোলস বদল
অথচ তুমি লুকাতে পারোনি -তুমি অচেনা থাকোনি।