চুল তোমার বাঁকা ত্যাড়া
ঠোঁটে মধু হাসি,
আনত নয়নে তুমি
কার কাছাকাছি ?
কারে তুমি ছুঁতে চাহ
কাঁকন পড়া হাতে,
এসো চুলে দেবো চুমো
রোদেলা প্রভাতে।
তোমার জন্য এই আমার
যতো অভিসার,
যত গান কবিতাবলী-
কাব্য অলংকার।
ফুল যদি নাও তুমি
দেবো মালা করে,
প্রেম যদি নাও সখী
দেবো ঢালা ভরে।
পেলব প্রেম রেখেছি জমা
শতাব্দী বহুকাল,
বুকের ভেতর প্রপাত বহে
তাল বেতাল।
কেবল তোমার হাসিখানি
দিও উপহার,
হৃদয়ে রেখে গো তারে
হবে জনম পার।