শাদাবক
চক চক
উড়ে যায় দূরে,
শাদা চিল
বিল ঝিল
ডানা মেলে ঘুরে।
দিন ভরে
ধ্যান ধরে
থাকে শাদাবক,
রাগ হলে
নামে জলে
করে বকবক।
ঠোঁটে ধার
মাছ তার
ধারে কাছে এলে,
ধরে তারে
একেবারে
ঢেলে দেয় গলে।
চিল উড়ে
যদি দূরে
টিকি পায় খুঁজে,
ছোঁ মেরে
নিয়ে উড়ে
খায় চোখ বুজে।
বক চিলে
মিলে ঝিলে
বিলে করে রাজ,
দুজনার
অভিসার
মাছ ধরাই কাজ।