ঝরঝর,
ঝর ঝর,
টানা দিন ঝরছে;
হরহর,
তরতর,
খাল বিল ভরছে।
মাঝি সাব,
চুপচাপ,
বসে রয় ঘাটেতে;
জলে কাল,
ভেঙ্গে আল,
কৃষ' ধায় মাঠেতে।
খালবিল,
নদী ঝিল,
থইথই জলেতে;
বঁধু সব,
মোৎসব,
আজ করে কলেতে।
তরী চায়,
নিরুপায়,
যাত্রীরা ওপারে;
মাঝি ঘরে,
অবসরে,
কে আনিবে এপারে।
ধেনূ দল,
ছলছল,
রাখালে চেয়ে রয়;
কটা খড়,
খড় খড়,
দিনভর কত সয়।
ছোট বাবু
হাবু কাবু
ধরে কত বায়না;
মা যবে,
জ্বর হবে,
জল ধারে যায় না।
পাখি সব
কারও রব
নাই আজ মুখেতে;
বাসা ফুঁড়ে,
জল ঝুরে,
কত ভয় চোখেতে।
নদী বাঁকে
ঝাঁকে ঝাঁকে
মাছ ধরা পড়েরে;
হর হর
তর তর
সারাদিন ঝরেরে।
আজ কেন,
ঘরে মন,
নাহি আর বসেরে;
দূরে তার,
পালাবার,
অংক যে কষেরে।
টূপ টাপ,
চুপচাপ,
কী মজার বৃষ্টি;
কাজ নাই,
ঘুম তাই,
কী দারুণ কৃষ্টি।
সুনয়না,
আনমনা,
জানালায় দাড়িয়ে;
কোথা জানি,
মনখানি,
গেছে তার হারিয়ে।
কড় কড়
মর মর
আকাশেতে শব্দ;
বাঁজ পড়ে
ঝাঁজ ধরে
কান হলো স্তব্ধ ।
নালা হতে,
বাইর পেতে,
মলা মাছ ধরেরে;
খুশি মনে,
ক্ষনে ক্ষনে,
খালি গালুই ভরেরে।
ফুল কলি
পিঠা পুলি
তাল চলে ঢেঁকিতে;
নববধূ
কত মধু
পরশী আসে দেখিতে।
থরথর,
জড়সড়,
কম্পিত পাতাদল;
স্ববেগে,
অনুরাগে,
নৌদিকে ছুটে জল।
চুল খুলি,
বুলবুলি,
বসে রয় দুয়ারে;
বৃষ্টি বৃষ্টি,
সুখ বৃষ্টি,
আশা সব মোয়ারে।
ঝরো ঝর,
বুকে ডর,
জল প্রেমে মিশেরে;
আয় মজি,
জলে ভিজি,
এত ডর কিসেরে।
..........*বর্ষার আয়োজন*.............