এমন সোনার দেশখানি আর কোথায় পাবে বল,
দেশের মাটি খাঁটি জেনে গায়ে মেখে চল।
এই দেশেরই মাঠে ঘাটে কত ফসল ফলে,
এই দেশেরই গাঁয়ের বঁধু কলসি কাঁখে চলে,
এই দেশেরই নদীর জল করে কল কল।
এই দেশেরই হাছন লালন রমেশশীলের গানে,
মন যে উদাস হয়রে আমার দেয়রে দোলা প্রাণে।
এই দেশেরই কৃষ্ণচূঁড়া পদ্ম পলাশ ফুলে,
ভোরের আলো ঝলকে উঠে স্বপ্নগুলো দুলে,
এই দেশেরই রূপমাধুরীর নাইরে কোন তল।