ইচ্ছে হলো উড়াল দেবো
নীল আকাশের গায়,
তাই না শুনে বুনোলতা
জড়িয়ে ধরে পায়।

বললো আমায় যেয়ো নাগো
একটু খানি থাক,
দু চোখ মেলে মনের ভেতর
আমার ছবি আঁক।

আমার সবুজ অঙ্গ জুড়ে
বেঁচে থাকার গান,
রঙ্গিন ফুলে মধু আছে
ভরিয়ে দেবে প্রাণ।

স্বপ্ন আছে দেহের ভাঁজে
গল্প কত শত,
দিনে রাতে সকল সময়
ঝরে অবিরত।

যেয়ো নাগো পাশে থাক
আদর সোহাগ দেবো,
চুমোয় চুমোয় ভরিয়ে দিয়ে
বুকে তুলে নেবো।

তাই পারিনি যেতে আমি
দূর আকাশে উড়ে
মোহন মায়ায় আপন কায়ায়
এলাম আমি ফিরে।

আমি যে আর রইতে নারি
বুনোলতাহীন
বুনোলতার সাথেই এখন
কাটছে সুখে দিন।