দরদীয়া
তোমার মনের গহীনে
আমায় রেখে
কার সাথে তোমার আলাপন ?
মরমীয়া
বুঝ না বুকের দাহন
বেদনা বাড়ে
পোড়ে পোড়ে অঙ্গার এ মন।।
বিশ্বাস
ভেঙ্গে পলাতক থাক
আমার চোখে
কী দুঃসহ তোমার সব ভাবনা,
নিঃশ্বাস
আমার বন্ধ হয়ে আসে
অনুরাগে
সত্যি কি আর তোমায় পাবো না?