ইচ্ছে করে
ভালোবেসে
কবিতাগুলো
দেই উড়িয়ে আকাশে,
ইচ্ছে করে
সুরগুলো সব
কাব্য করে
দেই ভাসিয়ে বাতাসে ।
ইচ্ছে করে
মনের ভেতর
লুকিয়ে থাকা
যতো আদর আছে,
ইচ্ছে করে
মেঘের সাথে
দেই পাঠিয়ে
বন্ধু তোমার কাছে ।
ইচ্ছে করে
স্বপ্ন আমার
দেই বানিয়ে
তোমার গলার হার,
ইচ্ছে করে
তোমার জন্য
ঘুরে আসি
মরণ নদীর পাড় ।
ইচ্ছেগুলো
করতে পুরণ
একটুখানি
আমায় সাহস দাওনা,
আমার সকল
ইচ্ছেগুলো
আপন মনে
তোমার করে নাওনা ।