পাতানো সংসারে বিকেলের বেনারসি রোদ
ছুঁয়ে গেলে চোখের বেলকনি
আমি ঘাসের বৃত্তে তোমার কোলে মাথা রেখে
ঘুমে আলিঙ্গন করি
গত হয়ে যাওয়া সোনালি দুপুর।
একটু আগে দুজনে যেখানে বসে
আকাশ দেখেছিলাম
সেখানে উষ্ণ নরোম মাটিতে উবু ঘাস-
এখনও তাতে তোমার ছাঁপ লেগে আছে
নতজানু আমি তাঁর মায়ার কাছে
প্রেমে ও স্নিগ্ধতায় ছুঁয়ে দেখি নাড়ীজ স্পন্দন,
অনুভবে বন্ধচোখ খুলেই দেখি বিকেল গড়িয়ে সন্ধ্যা।
আলো আধাঁরির প্রণয়ে মেঘের আড়ালে চাঁদ,
দেখে দেখেই কেটে যায় রাতের বর্ধিত সময়।
তারপর একাকী হাঁটতে হাঁটতে ফিরে চলি,
পেছনে চাপা পড়ে যায় স্মৃতিময় মধুবিকেল।