ডুবেই যাচ্ছি বেশ—বিচিত্র গতিধারা,
হাত ধরে তুলবে এসো —দেখবে এসো,
আমার ডুবে যাওয়ার অফুরান সৌন্দর্য।
ক্রমাগত ডুবে যেতে যদি দাও—মুক্তি পাবে—
ডুবে যাবার ভাগ্য কজনার হয়?
সদ্য ডুবে যাওয়া ফেরিটার জন্য খুব মায়া হয়,
মানুষ মৃত হলে ডুবে যাবে এইতো স্বাভাবিক;
মৃত মানুষের সুরত পাল্টে যায়—
জলও তাকে বুকে ধারন করে না।
যেমন আমি—ডুবে যাওয়া মানুষ বলে
আমাকে ফিরিয়ে দিয়েছো বারবার।