১.
ধান চাষ নয়–এসো নীল চাষ করো
দিল পরিষ্কার হবে– কৃষক বাঁচবে।
সেই কৃষকমারা মহামারী নীলই লাভজনক।
আহা ঘুরে ঘুরে আসে পুরাতন দিন
অপেক্ষায় থাকি শুধিতে হইবে তাবৎ ঋণ
তারা  কৃষকেরা দীনহীন কোন পথে যাইবে।
২.
এই সুবে বাংলায় কারা কারা ধান ফলায়
তাঁদের হাত পা বেঁধে জলে ফেলে দেয়া চাই।
যুগে যুগে কালে কালে কত কৃষকই তো গেলো
কষ্ট শ্রম ঘাম রক্ত বিনে আর কীইবা পেলো?

৩.
ধানের দাম কম কই এখনও চারশত মাত্র
এককেজি গরুর গোস্ত সাড়ে পাঁচ
গোস্তের লগে ধানের দাম গুলিয়ে ফেলা ঠিক কি?

গোস্ত এখন এই দেশের না–মহা ভারত হইতে আসে,
ঐখান থেকে কি ধান আসে? আসে বস্তাপচা চাল
আরে দোস্ত হেই জন্যই ত দাম দিয়া কিনি গোস্ত।
আর খাসির কথা নাইবা কইলাম
গরীবের কথা বাসী হইলে ফলে– গুনীজনে বলে ।

৪.
এক টাকায় ফের আটমন চাল চাই
সম্রাট শায়েস্তা খা
বাঙ্গালীরে ভাল কইরা শায়েস্তা করা দরকার
এদের ত্যাড়া ল্যাজ সোজা করা কঠিন
ধান পোড়ে — এক টাকার কৃষকের এত জেদ ভালা না।

৫.
বালিশ কিনতে যা লাগে  তার আঠারো গুন খরচা হয় বালিশ কামলার পিছে
সেই দেশে কৃষক মরলে কার কি আসে যায়
বাল!
কৃষক রে তো আর চাকুরী দেয়া যায় না কর্পোরেশনে।

৬.
শায়েস্তা খাঁ আপনার কি বাজে যুগ ছিলো
দেখে যান—
চালের কথাই তো সবাই বলে গেলো
আচ্ছা এক টাকায় কয় মন ধান পাওয়া যেতো?
আটমন ধানে আমরা এক বস্তা চাল পাই
তাই কিনি তাই খাই –আর কলের গান গাই।