১.
ফান করেই ধান রোয়েছি
ফলন কি দরকার?
পুড়ুক না ধান যত্ন নিই গে
নিজেরই চরকার।
দেখুক চেয়ে বাম কি ডান
আহ্লাদি সরকার—
আমিই কৃষক পেটের অধিক
ধান রুইব না আর
আমার জোরেই সবার জোর
তাহলে ডর কার?
২
কৃষক না হয় বাদই গেল
ন্যায্য দামের থেকে,
আগামীবার ধান রুইবে
বাজার দরটি দেখে।
ধান না রুয়ে কৃষক যদি
মাঠটি দেয় রেখে
শিক্ষা হবে কাটা কামলার
না খেয়ে থেকে।
ধানের চাইতে দাম বেশী
কাটা কামলার ভাই
তাই কৃষকের ধান চাষবার
কোন দরকার নাই।
৩.
উথলে উঠা কৃষক প্রীতির
চমৎকার এক খেলা
এবারই প্রথম বাংলাদেশে
বসছিল তার মেলা।
শখে হলেও ধান কেটেছে
ছাত্র পুলিশ আমলা,
যদিও তা ছিলরে ভাই
গরীব জনের মামলা।
চড়া দামে ধান কেটেছিস
ঠেলা এবার সামলা
দূর্ণীতির বাতাস পাওয়া
যতো আছিস কামলা।
৪.
লোক দেখাতে ধান কেটেছো
বেচো এবার ধান,
দামটা যেন সঠিকই পায়
থাকে কৃষকের মান।
কৃষক যদি বেঁচে থাকে
দুধে ভাতে সুখে,
সারা বাংলার সব মানুষের
ফুটবে হাসি মুখে।