মানুষ পৃথিবী ছেড়ে যায় যেমন স্টেশন ছেড়ে যায় ট্রেন।
স্টেশন ছেড়ে গেলে ট্রেন-নিশ্চিন্তে ঘুম যায়
গ্রীন সিগন্যাল হাতে রাতভর জেগে থাকা স্টেশনম্যান।
একদিন মৃত কবিতার মতো মায়ার সুতোকেটে
আমিও পলাতক হবো-সাদাকালো দাড়িগোঁফ ছেঁটে
অক্ষরের আলপথে হেঁটে পালিয়ে যাবো দূরে কোথাও।
পালিয়ে যাবার ভেতরে দীপ্যমান সুখানন্দ
সে কাউকে যেমন দুঃখ দেয় আবার হাসায়।
আনন্দ হাসি নয়-সুনন্দ মৃত্যুটা যেন কালপ্রিট কালপুরুষ
একদিন ঘরের দুয়ারে দাড়িয়ে থাকে সটান।
বেঁচে থাকার সাথে মৃত্যুর শত্রুতা সে জনমভর-
বাঁচার জন্য পাখা চাই আর মরার জন্য মাটিরঘর,
কিংবা জলন্তচিতা,কিছু শুকনো কাঠ-কিছু শুকনো খড়।