ফিরে এসো মধ্যদুপুর,জ্যোৎস্নাস্নাত রাত
ফিরে এসো কফিন খুলে—নুরানি হাত
আমাদের প্রেম নাড়াকাঠি—অংকের ঘাত,
ফিরে এসো অস্থির—চোখের প্রপাত।
নিরেট বিকেল খোঁজে ক্লান্ত হলে
নির্বিঘ্নে বসো ঘাসের মখমলে
ফুল ফোটা বসন্ত দ্রুত শেষ হলে
দু'চোখ ভরে ভরুক অবাধ শ্রাবণজলে।
ফসলি দিনের সমাপ্তির আনন্দসুখ
নেচে ওঠে ঘেরুয়া রঙ চতুর শালিক,
আরশিতে ভেসে ওঠা কামার মুখ,
ঘামের দানায় করে রোদ চিকমিক।
ফিরে এসো নির্জলা সুখের ডাহুক
দেখে যাও অপেক্ষায় চিতিয়েছি বুক,
বনমোরগের লাল ঝুঁটি—বাহারি রঙ,
অবসরে ফিরে যাবে যত অনুসঙ্গ।