চোখের মধ্যে নেই কোন ঔদার্যবোধ
আছে কেবল ঘৃণা মেশানো ক্ষরণ,
লাবণ্য—সে কবেই মৌন–নিস্প্রভ,
অনলে পোড়ানো বিভাসিত মোহ
উতলা—বিক্ষুব্ধ আমার প্রেম।
প্রচন্ড ঘুর্ণিবাত্যে—বিপুল বেগে—
আঘাত হানে
ভেঙে দেয়
গুড়িয়ে দেয়
যাবতীয় দ্রোহ—
শুন্যে সমর্পিত,
আত্মশ্লাঘায় ভিজে মন।
আপোষহীন
অফুরান যাতনার
প্রলম্বিত পাহাড়ে
ক্রাচে ভর দিয়ে খুড়িয়ে ওঠে প্রেম।
চোখের ভেতরে মায়ার ডাক
বিষন্ন বিহ্বল—দারুণ একাবোধ
একদিন দেখো হারিয়ে যাবো
বাহিরে,অন্য প্রদেশে
যেখানে মানুষ আর মরে না।