হয়তোবা পরিচয়টা গোপনই ছিলো
যতটুকু ভালোবাসা বুকের ভেতর বৃক্ষ হয়ে দাড়িয়েছিলো ঠাঁয়
তার জন্য জেগে উঠেনি কামনা
বিচ্ছিন্ন সুখ আর জোড়া লাগানো হলো না নকশীকাঁথায়।
জীবনের মুদ্রাগুলো উল্টে পাল্টে দেখা হয়নি
মূলতঃ নগ্ন পরিযায়ী জীবন অস্থিতিশীল
বস্তুতঃ তুমি আমি দুজনেই অভিসারপ্রিয়
গতানুগতিক স্রোতে ভেসে যেতে ভালোবাসি।