কিছুতেই বাড়ে না চোখের পরিধি
যা দেখি ঝাপসা-আগুনময়-অবজ্ঞায় পর্যবাসিত
গতানুগতিক জীবন ধারার ভেতর কেবলই
শ্বাস-প্রশ্বাস সমস্যাগ্রস্ত-জরাজীর্ণ মধ্যমাতিক্রান্ত জীবন।
বোধের গলিতে হতাশাগ্রস্ত ক্লায়েশোত্তীর্ন কি করে হবো?
দৃষ্টি বেঁধে রাখি-যাপিত জীবন থেকে দূরে বহুদূরে
কবিতারা করেছে সম্মেলন আহব্বান।
মধ্যমনি আমি প্রশ্নোত্তর পর্বে নাজেহাল
যেন হেমলক পেয়ালা হাতে সক্রেটিস।
চির নির্বাসনে যাবো-মৃত্যভয় আমি করিনা
সাইক্লোপস আমার দাস-টাইটান ভেঙ্গে হবো সর্বাধিশ্বর
হেডেসের অন্ধকারে মিশে যাবো আমি
ইশ্বরের কোলে আমার চিরস্থায়ী আবাস
বিম্বিসার মৃত্যুপূরীতে থাকো তুমি ক্রোনাস।
অলিম্পাস-অস্থ্রিস দুই-ই আমার,
সুর্যদেবতার দানে আমিই আলোকধারা।
জিউস তুমি যতোই আমার কলিজা ছিঁড়ে খেতে চাও
আমি প্রমিথিস প্রমিথিউস-ই রয়ে যাবো।