শিরোনাম : মা
কলমে🖋️: গৌতম কুমার রায়
যার পরশে বিশ্ব ভুবন
সঠিক দিশায় চলে
মমতায় ভরা আঁচল পাতা
মা তাকেই বলে।
দুঃখে কষ্টে থাকে সাথে
আর কেউ থাকে না
মাথায় রাখে স্নেহের হাত
সেই আমাদের মা।
যার কোলে মাথা রেখে
আসতো চোখে ঘুম
সারারাত দেয় মাথায় জলপট্টি
যখন আসতো জ্বর ধুম।
যার ঝুলিতে আশীষ বিনে
কিছুই ঝরে না
সদাই থাকে কাজের মাঝে
সেই আমাদের মা।
সবশেষে হাঁড়ি চেছে বসে
আহার করে একলা
মুখে কুলুপ এঁটে খাটে ফাইফরমাস
সেই আমাদের মা।
মায়ের অবদান কেউ ভুলনা
মাকে দিওনা যাতনা
বিপদে পড়লে ডাকো যাকে
সেই আমাদের মা।
মুখ দেখে পড়তে পারে
বুকে কি যাতনা
প্রলেপ লাগায় স্নেহের পরশ
এটাই মায়ের মহিমা।