শিরোনাম : কবিতার জন্য
কলমে🖋️: গৌতম কুমার রায়
তারিখ : 21/03/2024
<><><><><><><><><>
ছোটোবেলায় মায়ের কাছে শিখেছি অ আ
সেই অ আ দিয়ে শিখেছি কতো কথা কওয়া
ধীরে ধীরে বড় হয়ে ফুটেছে মুখে শব্দের ফুলঝুরি
সেই শব্দে বুনেছি কতো প্রেমের কবিতা।
ফুলের মধু ফুলের রেণু ভোমরা চুষে খায়
তুলির টানে আঁকিবুঁকি প্রজাপতির রঙিন পাখায়
চাঁদের বুড়ি থুড়থড়ি ফোকলা দাঁতে হেসেই খুন
চাঁদমামা তোমায় পেয়েছি মোরা এই কবিতায়।
নোটন নোটন পায়রার কথা কবিতায় পড়েছি
কবিতা তোমায় ছাড়া পেতাম কোথায় এতো ছন্দ
বসন্তের কবিতায় শিমুল পলাশ কৃষ্ণচূড়ার নাচ
রঙ যেন মোর মর্মে লাগে নেই এতে কোনো সন্দ।
কবিতায় পড়েছি আয় রে আয় টিয়ে
ছাদনা তলায় হবে চড়ুই শালিকের বিয়ে
কবিতা না থাকলে পড়ে বসতো কি পড়ায় মন
জোরে জোরে নেচে নেচে বলতাম কবিতা সুর দিয়ে।
কবিতা তোমায় ভালোবেসে হাতে নিয়েছি কলম
কলম দিয়ে লিখেছি কতো প্রেমের কবিতা
কবিতা তোমার জন্য মনের ভাব করেছি ব্যক্ত
কবিতা তোমায় ভালোবেসে জেগেছি রাত সারাটা।
আজ একুশে মার্চ বিশ্ব কবিতা দিবসে
কবিতা তোমাকে জানাই হাজার সালাম
আমাদের মনে বেঁচে থাকো হাজার বছর
দিনে দিনে বাড়ুক কবিতার সংখ্যা এই কামনা করলাম।