শিরোনাম : জোড়াসাঁকোর রবি
কলমে🖋️: গৌতম কুমার রায়
তারিখ : 08/05/2024
<><><><><><><><><>
পঁচিশে বৈশাখ জন্মে ছিলে
কোলকাতার জোড়াসাঁকে
সারা বিশ্ব ধন্য হলো
এমন রবির প্রকাশে।
ধন্য মোরা ধন্য ভারত
ধন্য সারা বিশ্ব
অগাধ পান্ডিত্য সাহিত্যের আকাশে
আমরা তোমার শিষ্য।
২৫শে বৈশাখ এসেছিলে তুমি
সারদা দেবীর কোলে।
পিতা দেবেন্দ্র খুশিতে ডগমগ
মিষ্টি বিতরণ চলে।
বিশ্ব সাহিত্যের তুমি ধ্রুবতারা
ধন্য ভারত ভূমি
গীতাঞ্জলি আনলো নোবেল পদক
কেমনে তা ভুলি।
তোমার প্রতিভায় সারা বিশ্ব
হয়েছে কতো বিস্মিত।
তোমার আদর্শে অনুপ্রাণিত মোরা
গড়বো দৃঢ ব্যাক্তিত্ব।
দুটি দেশের জাতীয় সঙ্গীত
মোদের গর্বের স্থান
বিশ্ব মাঝে রাখলে তুমি
বাংলা তথা ভারতের মান।