শিরোনাম : বলোতো
কলমে🖋️: গৌতম কুমার রায়
তারিখ : 12/08/2024
<><><><><><><><><>

ভালোবেসে সখি,
বলোতো
মেঘ না জমলে বৃষ্টি হয় কি
আসুক ঝড় তাতে ভয় কি!

বলোতো
বৃষ্টি নামলে অঝর ধারায় তাতে তোমার কি
ভিজিয়ে দিয়ে যায় যাক না তাতে ভয় কি!

বলোতো
প্রেমিক না থাকলে প্রেম হয় কি
আসুক বাঁধা তাতে ভয় কি!

বলোতো
ফুল না ফুটলে ভ্রমর আসে কি
থাকুক কাঁটা তাতে ভয় কি!

বলোতো
বিরহ না থাকলে প্রেম জমে কি
অভিমানে দূরে সরে থাকা যায় কি!

বলোতো
ভালোবাসায় চুম্বন না থাকলে প্রেম জমে কি
একা একা ভালো থাকা যায় কি!

বলোতো
চাঁদ না থাকলে জ্যোৎস্না হয় কি
ঢাকুক মেঘে তারা তাতে ভয় কি!

বলোতো
মোহনা না থাকলে সাগরে নদী মেলে কি
পরাগ মিলন না হলে ফুল ফোটে কি!

বলোতো
জীবনে প্রেম না থাকলে জীবনের মানে হয় কি
প্রেম হীন জীবন মরুভূমি সম নয় কি!

বলোতো
প্রেমের জোয়ারে না ভাসলে জীবনের উপলব্ধি হয় কি
কৃষ্ণ বিনা রাঁধার পূর্ণতা হয় কি!

বলোতো
বিনা প্রেমে ভালোবেসে ভিখারী হওয়া যায় কি
আসুক কুদৃষ্টি তাতে ভয় কি!