রঙের নেশায় মন মেতেছে আয়রে তোরা আয়
বসন্ত যে দাঁড়িয়ে দ্বারে ভাসবো রঙের ভেলায়।
পিচকারিতে রং ভরে নে খেলবো দোল আজ
ছোটো বড় সবাই মিলে পড়বো রঙিন সাজ।
আবির গুলালে রাঙিয়ে দেবো তোর সলাজ মুখখানি
রঙিন ছোঁয়ায় মাতাল হবো আকাশে চাঁদ ফাল্গুনী।
আগুন রাঙা পলাশ ফুলে ভরেছে সারা ভুবন
রাধা কৃষ্ণের প্রেমের দোল নাড়া দেয় মন।
বসন্তে কোকিলের কুহু ডাক ছুঁয়ে যায় মন
হোলির রঙে রাঙিয়ে দেয় উষ্ণ ছোঁয়ার শিহরন।
প্রকৃতি যেন ক্যানভাসে আঁকা এক রঙিন পৃথিবী
প্রিয়ার মনে খুশির জোয়ার আগুন রাঙা ছবি।