শিরোনাম : এই হোক পণ
কলমে🖋️: গৌতম কুমার রায়
তারিখ : 08/08/2024
<><><><><><><><><>

কথায় বলে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো
কিন্তু রাজা কখনই নয়।
সোনার বাংলা রইলো কি সোনার
হলো যে ধূলিসাৎ।
নিজের বুকের রক্ত দিয়ে গড়েছিলেন যিনি সোনার বাংলা সত্যি
এই কি তার পরিণতি।
যাদের জন্য করলেন নিজের জীবন বলিদান
তারা দিল এ কি প্রতিদান।
ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাম্প্রদায়িকতার সংজ্ঞা দিল পাল্টে
রাতারাতি নির্বাচিত সরকার কে দিল উল্টে।
এই কি সভ্য সমাজের পরিচয়?
আমরা মানুষ আর কিছু নয়
বিবেক বুদ্ধি মানবিকতা হারিয়ে গেল কোথায়?
আলোর মাঝে কোথা থেকে আঁধার এলো নেমে
ঈশ্বর আল্লাহ তো প্রাণ নেওয়া ও ধ্বংসলীলা করতে বলেননি কখনও।
তবে কেন এতো নিসংশতা
তবে কেন এতো প্রাণ নাশ।
আমরা সবাই জানি জীব সেবাই শিব সেবা।
যার জন্য নতুন সূর্য উঠেছিল, আঁধারে নিঃশেষিত হলো।
সারা বিশ্বের যিনি কবি বিশ্বকবি তার কি হাল হলো বলো।
ভাইয়ের রক্তে আর এক ভাইয়ের উৎসব।
এটা নয় কাম্য
প্রতিষ্ঠা হোক সাম্য।
সব ভুলে আবার ভাই ভাই হাত ধরে ভালো কাজে এগিয়ে চলুক দেশ ক্ষণ
এই হোক সকলের পণ।