অফিসে বসের গরম ,
শহর কলকাতায় তাপমাত্রা চরম,
বাজারে আগুন দাম,
বিকেলে ব্রিগেড, ধর্মঘট -- ট্রাফিকজাম ,
যতই আসুক বিপদ এ জীবনে ---
তোমার নরম, লাজুক মুখ
আর আমার মধ্যবিত্ত সুখ
এই নিয়ে ভালই আছি ।