এক বিছানায় পাশাপাশি দুজন ,
পাশবালিশের পার্টিশনে
আধাআধি বখরা
তবে ঘুমের মধ্যে সবসময় খেয়াল থাকে না
এদিকের হাত কখনো-সখনো
ভুল করে না নির্ভুলভাবে কে জানে ?
পৌঁছে যায় বালিসের ওপারে
হাতড়ে হাতড়ে দুপুর থেকে রাত্তিরে
তখন হাতের ছোঁয়ায়
ওদিকের দুপুর খুশি হয় ,
শিউরে উঠে স্বাগত জানায় রাত্তির
কিন্তু কই ? --
বুলেট তো ছিটকে আসে না এদিকে .