স্বপ্নের ফেরিওয়ালা ।
==================
মুরাদ হোসেন ।
==================
স্বপ্ন নেবে স্বপ্ন ? স্বপ্ন নেবে স্বপ্ন ?
আমার কাছে আছে হরেক রকম স্বপ্ন
রাগের স্বপ্ন , দুখের স্বপ্ন , সুখের স্বপ্ন ,
আরো আছে মেহেদী রাঙা হাতের স্বপ্ন ,
রাগে যখন তুমি ফোঁস করে ওঠো
তখন তোমাকে দেবো বলে আছে ভালোবাসার স্বপ্ন ।
তুমি তো আর অকারণে করোনি রাগ
আমার পরে ।
অনেকগুলো না পাওয়ার অনুভূতি ঝরে
পরেছে কালো মেঘ হয়ে তোমার চোখে ,
মাটি আছরে ; হাত ঝেরে লাল চোখের
আলোতে প্রতিবাদ করেছ তুমি ।
তারপরেও আমি অনর স্থির ,
দুখের কালো ছায়াতে যখন
ঢেকেছ তোমার মুখ ,
কত কি যে কষ্টের ছবি এঁকেছ
তোমার মুখে ।
কিছুই বলনি আমি ,
কারণ আমি যে স্বপ্নের ফেরিওয়ালা ।
তারপর যখন তোমার কানের কাছে
শুনতে পেলে আমার ভালোবাসার প্রতিধ্বনি ;
চাঁদের আলো ছড়িয়ে আলোকিত হলো তোমার মুখ ,
স্বপ্নে স্বপ্নে বিভোর তুমি ,
দাম কিন্তু বেশি নেইনি ,
বিনিময়ে শুধু ভালোবাসা ,
কারণ আমি যে স্বপ্নের ফেরিওয়ালা ।
স্বপ্ন নেবে স্বপ্ন ? স্বপ্ন নেবে স্বপ্ন ?
সুখের মিষ্টী আলোয় যখন ;
তোমার মেহেদী রং ছড়িয়ে দিয়েছে
আলো আর আঁধারীর খেলায় ,
তখনো আমি করেছি ফেরি
স্বপ্ন কারিকারি ।
তোমার আর আমার স্বপ্ন একদিন
হয়ে যাবে একটি বিন্দু ।
দাম কোনো নেবনা সেদিন কোনো বিনিময়ে ,
শুধু হৃদ ঝুরিতে মনের সারিতে
সাজাবো স্বপ্নগুলো ।
শুধু নিতে চায় যারা এই স্বপ্ন
দেবো তাদেরে মুঠি ভরে হরেক রকম স্বপ্ন ,
দেবো প্রাণ ভরে ।
স্বপ্ন নেবে স্বপ্ন ? স্বপ্ন নেবে স্বপ্ন ?
আমি যে স্বপ্নের ফেরিওয়ালা ।