যখন আমি মরে যাবো - মাওলানা জালালউদ্দিন রুমী ( অনুবাদ)

যখন আমি মরে যাবো,
আমার কফিন যখন বের হবে,
তখন যেন ভেবো না ,
এই পৃথিবীর জন্য আমার খুব মায়া করছে ।

তোমার-
এক ফোঁটা চোখের জল ও যেন না পড়ে ।
বিলাপ করোনা একদম, আরত্ত
দুঃখ রেখো না অনুভবে।
যাচ্ছি না কোন
দৈত্যের রসাতলে।

আর যখন দেখবে তারা আমার শব বইছে।
তখনো তুমি কেঁদো না।
কারণ সেতো আমার বিদায় নয়;
আগমন, পরম শাশ্বত প্রেমে ।

যখন তারা আমাকে দাফন করবে
তখনো যেন বলো না ‘বিদায়’
মনে রেখো,  
কবর তো শুধু আবরণ
জান্নাত ঠিক অন্তরালে ।

( চলবে ... )