স্বাধীন দেশে স্বাধীন মোরা!
নেইকো কোন বাধা,
আজো মোরা স্বপ্ন বাঁধি!
মেলে রঙিন পাখা৷
থাকব সবে একসাথে, একই সুরে বাঁধা
৫২ থেকে ৭১ ছিলাম যেমন সদা!
আমরা তরুণ, আমরা সজীব গড়ব বীর-গাঁথা,
আসুক তবে যত বিপদ , আসুক শত বাঁধা৷
জগতে জুড়ে জানবে সবে,
শুনবে ইন্দ্র জাগায়ে
আসুক ঝর, আসুক তুফান,
সজাগ সদা বাঙালীর প্রান৷