এসেছ প্রদীপ নিভবে বলে
মিলেছো মোমে মেজের টানে ।

এসেছে অনেক তোমার আগে
দেখনি তা দিবালোকে ?

তোমার সুতোয় জ্বলছে যে আগুন
ভেবেছো কি?
তা জ্বলেছে জুড়ে কত যে ফাগুন !