অহমিকায় আর কত পোড়াবে আমায়?
দগ্ধ হৃদয় মোর নিঃশেষে যদি হয় তবে ছায়।
আমিতো খুব বেশী কিছু চাইনি
বলিনি দিতে চাঁদ-সমুদ্র
বা সেই অসীম আকাশ , কিংবা পাহার ভেদী অভ্র।
শুধু চেয়েছি- আমার অশান্ত মহাসাগরে তোমার ভেলা ভাসাবো;
ভাসিয়ে নেবো তোমায় আমার স্বপ্নীল দ্বীপকুন্জ।
যেখানে তাঁরা গুনবো তোমার কোমল হাতটি ধরে;
হারাবো ভেলা তোমার গভীর বালুচরে।
তুমি চাইলে আমার ষড়ঋতুর বারোমাস তোমায় দেবো,
দেবো শত শরৎ , সহস্র হেমন্ত ।
তুমি কি পারবে একটি বর্ষার সন্ধ্যে দিতে?
তোমার জল ছোবলে সকল দুঃখ ধুবো
প্রশস্ত এই বুক পেতে ।