নক নক পৃথিবী
আমি বলছি।
দু:খিত ,
খানিকটা সময় নেবো
এইতো মিনিট পাঁচেক
এর বেশী নয়।

আমাকে হয়ত তুমি চিনবেনা
ঐ যে  ছোট একটা দেশ,
বাংলাদেশ।
ওখানেই থাকি আমি ।

যাক গিয়ে,  ওসব জানা শুনা  না হয় পরেই হবে
আমাকে একটু বসতে তো দাও !!

কি!! অতো   ভাবছো কি?
বসতে দেবেনা আমায়?
ভাবছো ? কোথাকার কোন নর্দমার কিট ,
হুর হুর করে চলে এলো তোমার বাড়ি।

বুঝেছি বুঝেছি !  ভেবোনা
এতোটা ভাবতে আমি তোমায় দেবো না!
তবে পাক্কা গ্যারান্টি দিতে পারি,
আমার জীবানু-  মোটেও তোমায় পাকরাও করবেনা|

তুমি তো জানই!
সে তো ধরাশায়ী তোমার কাছে।

আমি বাপু কথা খুব ঘুরিয়ে বলতে পারিনা
আর ভুমিকা - সম্প্রসারণ ওসব আমার দ্বারা হয়না।
যা বলব, স্ট্রেইট ফরওয়ার্ড ।

এই যে দেখছ , সাদা পতাকা !
এটা তোমায় দেখাবো বলেই  আনা !!
তোমার কাছে হার মেনেছি
আর হচ্ছে না আমার দ্বারা |
তুমি না হয় এবার আমাই ছেড়েই দাও ,
দিয়োনা ফের আর ধাবা !