ঐ যে ঐ লাল দালানি খবে,
              মজে মদ্যপ সে যে সবে ।

নাজনিন ম্যামের বাঙলা পাঠে,
             ভাবনার মম পড়শা সাজে।

জেবুন্নেসা ম্যামের ঝুটির নাচে;
              কাঁপে মন ভয়ের তালে।

সুশান্ত স্যারের মুসকানেতে
             আজিজ স্যারের ভাষণেতে
হেরি মন ভরে উঠে।

হিমালয়ের হিম কুচিতে;
              ডিমচপের জুড়ি খুঁজিতে
হারে মন হারে বারে ।