হঠাৎ আকাশের কোন কোণে মেঘের জমাট..
বুক ভরা আর্তনাদ , নাকি বিজলী বিষাদ?

মেঘলোকে কী নেই কোন ঠাঁই ?
বৃষ্টি হয়ে নামলো যে ধরায় !

সেকি বৃষ্টি
নাকি কান্না কারো?