এক টুকরো মেঘ , হঠাৎ কোথায় যেন হারিয়ে গেলো! বুঝলেন?
সেই যে শেষ কবে দেখা হয়েছে, তা মনে করাটাও খুব কষ্টের ।
অনেক খোঁজাখুঁজি হয়েছে , ঐ যে লাল পাহাড় পাড়া , যেখানে ঝর্নারা থাকে;
তারপর ঐ বালুর মাঠ
যেখানে শুনেছি এক বেদুঈনের লাশ পড়ে আছে।
লোকমুখে আরো শুনেছি ,তার হাতে একটা নীল গোলাপ ছিল ।
সাথে নাকি খাকি রঙের খাম !!
প্রেরকের ঠিকানায় তার নামখানি তো ছিলোই ; কিন্তু প্রাপকের ঠিকানায় ?
শুধুই একটা শব্দ 'প্রিয়তম'
মালুম হয় , ঠিকানাখানা নিয়েই ছিলো - সে এতোটা সন্দিহান ।
দখিনের বাতাস বলেছিল , তাকে যেতে বরফ দেশে ;
কিন্তু মশাই কি বললেন জানেন?
তার ঐ অভুক্ষ হৃদয় নাকি উষ্ণ প্রেম খুঁজে !
আর তাই বলেই সেই মরুভূমিকেই তার পথ হিসেবে বেঁছে নিয়েছিলেন ।
ঐ মরুপ্রান্তর এখন শুধু খাঁ খাঁ করে ,
কতদিন হলো , কেও সে পথে যায়না
রোদে পোড়া লাশ , বিক্ষিপ্ত কয়েক শত খাম , আর সহস্র ঝলসানো গোলাপ ।
আর অজানা আহাকার ।
কিন্তু এই শূন্যতায় সদা দাঁড়িয়ে থাকে এক তরুন দর্শক ,
শরীরের ইঞ্চিতে , ইঞ্চিতে গেঁথে থাকা শত শত কাঁটা নিয়ে।
নাম তার সবাই জানে , বোবা ক্যাকটাস ।