রাত দশটা পেরুলেই মানুষজন তেমন দেখা যায়না রাস্তায়।
শীতকাল বলে কথা।
খানিকটা আগে এলে, এখানটায় হয়তো ভাপা পিঠে, চিতই পিঠের দোকান পেতাম ক'টা।
এমনেই এই চওড়া রাস্তা, তার উপড়ে হাঁটছি আমি আলবৎ একা ।
যদিও পুরো একা বললে খানিকটা ভুল হবে ।
মাঝে মাঝে এখানে কিন্তু দেখা মেলে দু একটা কুকুর, অফিস ফেরত মানুষ বা গ্যরেজ গামী রিক্সা ।
এই শত কিছুর মাঝে, হঠাৎ কেমন জানি
নিরবতা নিয়মিত গ্রাস করে আমাকে
তৈরি হয় চারদিকে নিস্তব্ধতার দেয়াল।
চোখে দুটো তখন শুধুই আকাশে,
খুঁজে বেড়ায় তারা পথের সন্ধান
বেঁচে থাকার সূত্র অন্বেষণে।