কিঙ্কর-সম হৃদয়ে,
কানন ফুল ফোটাতে চাই৷৷
ঘোলাটে মেঘ নয়,
শরত দুপুর আর কাশফুল পেতে চাই ৷৷
তৃষিত মনের তৃষ্ণা মিটাতে চাই ৷৷

আরেকটু বাঁচতে চাই ৷

খসড়া-কাল -  জুলাই ২৩, ২০১৪