যদি পারতাম তোমার হাসিটাকে আটকে রাখতে
তবে সব সময় শুনতাম এ কান পেতে,
যদি পারতাম তোমাকে সব সময় বলতে
ভালবাসি হে প্রিয়,তোমাকে।
কোনদিনও যদি হারিয়ে যায় আমি
ভুলে যাবে কি আমাকে কে তুমি ?
চাই না হারাতে তোমায় এ জীবনে
আশা করি থাকবে তুমি পাশে আমার মরণে।
যদি চাও তুমি কাছে আমাকে
দুচোখ বন্ধ করো দেখতে পাবে,
সারাটা জীবনই তোমার পাশে থাকতে চায়
মনে লাগে ভয় হঠ্যাৎ যদি তোমায় হারায়।
পারব না বাচঁতে তুমি হীনা
তুমি আমার ভালবাসার মানুষ একজনা।