এই তো সেদিন সবই ঠিকছিল
রৌদ্রজ্জ্বল দিনের মতো আমার জীবন,
সুন্দর,পরিপাটি,গোছানো ছিল
তুমি ছিলে বলে কি ?
হঠ্যাৎ করে কালবৈশাখী ঝড়ের ন্যায়
চলে গিয়ে তুমি লন্ডভন্ড করলে আমাকে,
চেয়ে চেয়ে শুধু দেখলাম আমি
হয়তবা অনেক কিছু করতে পারতাম,
আবার কিছুই করতে পারতাম না।
জীবনটা আমার এখন বিভীষিকাময়
যেমন করে সমুদ্রতীরবর্তী মানুষের হয়,
ঘূর্ণিঝড় করে তাদের সহায়-সম্বলহীন
তুমি নেই বলে আজ আমি উদাসীন।
সাইক্লোন শেষ হওয়ার পর মানুষের মাঝে থাকে
স্বজন হারানোর জন্য হাহাকার,
ঠিক সেরকমই তোমার জন্য করে
এ মন বোবা চিৎকার।
জানি তুমি এসব কথা কিছুই শুনবে না
কাব্যিক জীবনে তোমার জন্য আমার পদচারণা,
ভালো থেকো সবসময় তুমি
দূর থেকেই ভালবাসবো সারাজীবন তোমায় আমি।