অনেকদিন হলো দেখিনা তোমায়
শুনিনা তোমার কন্ঠে কোন কবিতা,
পুরোনো স্মৃতিগুলো তাড়ায় আমায়
অসহায়ের মতো নির্বাক হয়ে দেখি ।
হয়ত তুমি ভুলে গেছ
কিন্তু আমি পারি নি ভুলত,
হয়ত মনে পড়ে না
আজ প্রয়োজন শেষ বলে আমার।
সেই ২১শে ফেব্রুয়ারি সকালে
তুমি নষ্ট খাবারের মতো করে,
আমার ভালোবাসাকে ফেলে দিলে
শহরের এক পরিত্যক্ত দুর্গন্ধময় ডাস্টবিনে।
আমি কিছু মনে করি নি
ভেবেছি ভুল করে করেছ এটা,
আবার ফিরে আসবে তুমি
এ আশায় বেঁচে আছি আমি।
অমানিশা তোমার জন্য
আমি লিখতে পারি হাজার কবিতা,
তোমায় আর আমায় নিয়ে
সেই হারানো স্মৃতিগুলোকে স্মরণ করে।