প্রভু আমি কী তোমায়
ডাকার মত ডাকতে পারি।
প্রভু আমার খালি
দুটো হাত ভরি
কতশত দান দিলে
কী বেলা, কী নিশি
দিতেছ দিবস-বিভাবরী।
সে কথা আমি যদি
বলার মত বলতে পারি
ঠোঁট আমার কেড়ে নিত
গোলাপ সুর নিত বুলবুলি
ললাট চুমি মুক্ত বিহঙ
গগনে দিতো পাড়ি।
প্রভু তোমার আকাশ
যতনা করেছ উঁচু
তার চেও বেশি ভরে
দিয়েছ এই জমিন টুকু।
সুজলা সুফলা পৃথিবী
তুমি পাদদেশে বিছিয়ে দিলি
কতনা বিচিত্রা রতন ভরি।
আমি কিইবা তোমায় দিয়েছি
সয়নে স্বপনে জাগরণে
তুমি হরদম দিবানিশি
দেও বলেইতো আমি
বেঁচে থাকতে পারি।
প্রভু আমি কী তোমায়
ডাকার মত ডাকতে পারি।