লুটে নিল লুটে নিল চিৎকার করে
কাল যারা মেতে তুলেছিল বাংলা
আজ তারাই সবচে বড় লুটেরা।
উজাড় হয়ে গেল সোনার বাংলা
তিল তাল ছোট বড় কোনও ছাড় নেই
হাতিয়ে নিলো দেশি বিদেশি ডাকুরা
প্রতিবাদ, তিরিস্কার আর রক্ষার প্রতিশ্রুতির
ঝড় বয়ে ঘুম হারাম করেছিল কত কারা।
আজ তারাই সবচে বড় লুটেরা।
আমার মনে প্রশ্ন হয় দ্বিধা হয় মন মানেনা
অনেক মনমাতানো প্রতিবাদী সুরে
গান বাঁধতে আজ আর ইচ্ছে করেনা।
বসন্ত আসিলে শপথধারী সৈনিক রক্ষকরা
যখন শুধু ফুল লুটেই কান্ত হয়না কাঁটায়
ডেলে সেজে ভরে দেয় সত্যপ্রিয়দের রাস্তা।
পরাগের অন্তর ছিঁড়ে উঠে আসা কান্না
তখন কি সত্যপ্রিয় মন সইতে পারবে না পারেনা?