সারাদিন খোলা আকাশে
রংখেলা খেলা খেলে
নিরলে নিঃস্তব্দে অবশেষে
যে সূর্যাস্ত ডুব দিল
গভীর সাগর জলে।
তাই বুঝি এলো নেমে
জোছনার আকাশ তলে
ঐ গোধূলি পাড়ের ওপারে
তারার মিছিলে।
অচিন পারের আঁধার
কী কুহক সুরমা মেখে
এলো সে দিন শেষে
ছায়াদীঘি সন্ধ্যাঘাটে
নীড় ফিরে পাখি চিনেনি তারে।
সখা কৃষ্ণকেশী নিশীথিনী
তারই ছায়াবিথী পথ ধরে
অচিরেই সে খোয়ে যাবে
মিটি মিটি মৃদু পায়ে
যাবার বেলা একখানি
আবরিত তিলক ঢেলে
বসে দিবে গোধূলির গালে।
তাই বুঝি নিত্যদিনের সখা সোনার রবি
দিনদুপুরে লালপরীর হৃদয় লুটে
আবার আসিবে ফিরে
ঐ সূর্যদীঘল ছায়াদীঘি সন্ধ্যাঘাটে!