আমি গহন রাতের নীল
ঢালা সুরমায় দূরের চাঁদের
ভালোবাসার রজনীগন্ধা।
আমার নীরবে নিভৃতে
অনুরাগে প্রাণ ঢালা সৌরভে
হিল্লোলে মেতে ওঠে
রাত ভরা জ্যোৎস্না।
খোলা দখিনা হাওয়া জানে অমা
আকাশ জুড়ে পিদিম জ্বালা
তারার চোখে আমি ভাসিনা।
আজও ভাসলাম অলক্ষ্যে
আমি ভাসবো জেনে শুনে
ছড়িয়ে আপনার সৌরভ সুধা।
ঐ আকাশ পারের মায়াবী চাঁদ
কোন অদৃশ্য রাতের সাগর জলে
ঢলে পড়ুক কিবা না।