জোনাকির গায়ে আঁখি মেলে
আকাশের তারা।
ধানসিঁড়ি তটিনীর পারে
ভেসে চাঁদিনীর চন্দা।
নিঝুম নিশুতি কুঞ্জ মহুয়া
মাধবী আবিরে প্লাবিয়া
সালসাবিলা তটে হুরী কী
স্বর্গের দোর খুলিয়া
বসেছে চম্পা চাপা
আতরের পসরা সাজিয়া।
ঐ ছায়াপুরে সুরমা মাখিয়া
বুঝি লীন গোধূলির সন্ধ্যা
রাত্রির বাতাসে আকুল রজনীগন্ধা।