আমার বাড়ির তলায়
নদীর মাথায় চাঁদ।
ঐ নদীর মাঝে
ভাটিয়ালী গানের শুরে
আকাশ ভরা তারা
জেগে থাকে সারা রাত।
মধ্যরাতে ঘুমে পড়ি
আমি মনে মনে ভাবি
ফজর হতে না হতে
নগ্নপদে পড়বো নেমে।
নদীর কাঁকালে না হয়
দাঁড়ায়ে পদ তলায়
রাত পোহালে যাবার বেলায়
পরিয়ে দিবো বিদায় মালা
ওই চাঁদের গলায়!
ভোর হলো দুপুর এলো
একদিন, দু' দিন প্রত্যহ
সন্ধ্যার আকাশ পারে
নয়াদিন পাড়ি জমালো।
সাথী হলো মোর মাথার কেশ
একে একে পড়ে গেলো।
ওই একই বেগবতী নদী
ললাট স্পর্শ করা দূরে থাক
তটিনী চলছে নিরবদী।
এখনো আমি প্রথম কচি
তরঙ্গঘাতের পদ তলার
পাড় খোঁজে বেড়াচ্ছি।